রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ অন-র্বতর্ী সরকারের অনুরোধে তিন মাসের ছুটিতে যেতে সম্মত হওয়ায় 'দেশে যে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটেছে।'
বুধবার রাতে জাতির উদ্দেশে ভাষণে রাষ্ট্রপতি বলেন, প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবে তার দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ থাকলেও আমাদের উদ্যোগের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জাতির বৃহত্তর স্বার্থে শর্তসাপেক্ষে তিন মাসের ছুটিতে যেতে সম্মত হন। রাষ্ট্রপতি বলেন, ছুটিকালীন সময়ে তিনি দেশেই থাকবেন এবং তার সার্বিক নিরাপত্তা ও সুবিধাদি রাষ্ট্র প্রদান করবে।
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে তিনি সংবিধানের 118(1) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে নির্বাচন কমিশনে আরও দু'জন নির্বাচন কমিশনার নিয়োগের সিদ্ধান- নিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, আমার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দৃঢ়ভাবে আশা করে যে, প্রধান নির্বাচন কমিশনার ছুটিতে যেতে সম্মত হওয়ায় দেশে যে 'রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটেছে।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



