মা তার ছেলেকে : জেনে রাখো, চাচার ছেলে চাচাত ভাই, মামার ছেলে মামাত ভাই, খালার ছেলে খালাত ভাই। এভাবে অন্যদেরকে ধরে নেবে।
একদিন ছেলেটির মামা তাদের বাড়িতে বেড়াতে এলেন।
ছেলেটি : কেমন আছেন নানাত ভাই?
মা : এই বোকা ছেলে, মামাকে কেউ ভাই ডাকে নাকি?
ছেলেটি : মামার ছেলে মামাত ভাই, চাচার ছেলে চাচাত ভাই হলে, নানার ছেলে তো নানাত ভাই হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



