আমলার স্বেচ্ছাচারিতায় আপনার ফাইল আটকে আছে, পাসপোর্টের ভেরিফিকেশন কপির জন্য দিনের পর দিন ধর্না দিচ্ছেন- কাজ হচ্ছে না দুপাইস ছাড়া? আরে ভাই আর্মিকা বুলাও ............ ব্যস মামলা খতম। অমুক নেতার উৎপাত নেই। পাড়ার বখাটেরা লাপাত্তা। ছোটবোন নিশ্চিন্তে শিক্ষালয়ে যাচ্ছে। চাঁদাবাজ লেপমূড়ি মারছে।আহ! শান্তি! শান্তি!! শান্তি!!! কাজ করি, খাই। ভবিষ্যতে দলীয় টেন্ডাবাজির ব্যবসায়ও যাব না, অবৈধ উপায়ে সরকারি সেবাও নিব না। আহ! কত শান্তি! বুক ভরা নিস্বাশ !
বলেনতো কারে ভোট দিমু, কারে নেতা বানামু, কে দশের জন্য কাজ করবে? ভাল উত্তর না দিতে পারলে রাস্তা মাপেন।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



