ঘটনাটি আমার এক বন্ধুর । ও একটা মেয়েকে খুব পছন্দ করতো ।
আমি তখন বি এস সি ৩য় বরষের ছাত্র। ঐসময় আমাদের জন্য বৃহস্পতিবার রাত ছিলো ঈদ এর আগের রাতের মতো। কারন ঐদিন আমাদের ক্লাস বিকালে শেষ করার পর তারপরের দুইদিন এর বন্ধে আনন্দে বিভোর থাকতাম। বৃহস্পতিবার রাত আমি, দেবু, রাজীব, সুমন এই চারজন ঘুরতাম আর আড্ডা মারতাম কোনোদিন সদরঘাট হয়তোবা কোনোদিন ডি সি হিল।
রাজীব ছিলো প্রেমিক পুরুষ। যে মেয়েটির সাথে প্রনয় ছিলো তখন সেই মেয়েটির সাথে একটু মনোমালিন্য চলছিলো। রাজীবের গলাই এমনিতে কোনো গান বের হয়না। কিন্তু ঐ সময় আমরা যখন হাটতে হাটতে আড্ডা মারতাম সেই সময় তার মুখ থেকে শুধু একটা গানের লাইনই বের হতো। সেটা ছিল কুমার বিশ্বজীত এর গান "এক অনিশ্চয়তা তোমাকে পাওয়া না পাওয়া তবু ভাবি প্রতিদিন তুমি আমার শুধু আমার"
অবশ্য তারমুখ থেকে কোনো গান ২লাইন এর বেশি শুনা যায়নি।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৯ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



