যাপিত জীবনের একে যাওয়া সব ভুল সুখ আমি ভুলিনি,
রংচটা স্বপ্নের সেই ভুল অনুভুতি আজ প্রায় শেষের দিকে।
সবকিছুই আজ কালচক্রের গভীর ব্ল্যাকহোলে বিলীয়মান,
শৈশবের সেই স্মৃতি আজ পৈশাচিক নিয়মে আমাকে গিলে যাচ্ছে।
একটা সহজ সমীকরণ,
কি পেলাম জীবনে?
সবকিছুইতো অসমাপিত,
একটা সময় ছিলো খুব ইচ্ছে করতো আকাশ ছোঁয়ার,
কখনো নিজেকে প্ল্যান এর পাইলট বা কখনো সিন্দাবাদ,
কখনো রঙ্গিন ঘুরি আবার কখনো
প্রজাপতির বেশে নিজেকে কল্পনায় উড়াতাম।
আজ সব যন্ত্রে ঘেরা,
পয়সার চাদরে ঢাকা সব স্বপ্ন,
নিয়ম আজ অনিময়ের পথে হেটে চলে কোন এক অজানা পৃথিবীর দিকে।
ইট কনক্রিটের ঘঠিন দুনিয়াটা আজ বড্ড অসহায়,
চারদিকে সব শহুরে কলহ,
নেই কোথাও এক মুহুর্ত সজীব বাতাস,
নেই আমার শৈশবে দেখা গ্রামের ক্ষেতে লুঙ্গি মালকোচা সেই কৃষক,
খুব ইচ্ছে হয় ফিরে যেতে আমার সহজ শৈশবে,খুব ইচ্ছে হয়.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



