বেশ কিছু বছর আগের কথা কেউ একজন ফেসবুকে বাংলা লিখলো, এখন তো আমাকে বাংলায় লিখতেই হবে, কি করা যায়? মহা টেনশন......
বড় ভাইয়া বললো এই ব্লগটা দেখ, এখানে বাংলা লেখার সহজ উপায়, সেই থেকে সামহোয়্যার ইন........!
তুমি একদিন জানতে চাইলে সারাদিন আমি নেট-এ কি করি?
বললাম- ব্লগে থাকি।
তুমি জানতে চাইলে ''আমি যখন নেট-এ থাকি অথবা আমার সংগে যখন তুমি চ্যাট করো তখনো কি ব্লগে থাকো?''
বললাম- হ্যাঁ।
''আচ্ছা তুমি কি কিছু লেখো ওখানে?''
না আমি কিছু লিখি না...
''তাহলে কি ঘোড়ার ডিম করো তুমি , তোমার ঐ ব্লগে আমি আগুন লাগাবো..''
(ওখানে কি নেট আছে বাচ্চা? কম্পিউটার? থাকলে দেখো আমি এখন ব্লগে লিখি)
তোমার চোখের পানিতে মাঝে মাঝে আমার জামা ভিজে যেত, আমি তখন গর্জন করে বলতাম- আমি হলাম সত্যিকারের পুরুষ, আমি কখনো কাঁদি না, সত্যিকারের পুরুষরা কখনো চোখের জল ফেলতে পারে না....
তুমি কি ওখান থেকে দেখতে পাও, আমি যে এখন হাউমাউ করে কাঁদি, তোমার জন্য......
নোটঃ- ছবি- নেট
(সংশোধিত/পূর্বপ্রকাশিত)
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৮