বিয়ে করছি না কেন- মোটা মুটি একটা হট টপিকে পরিনিত হয়েছে আমার জন্য, কেন, কবে থেকে, কোথা থেকে শুরু এসব কিছুই মনে করতে পারছি না। বেশ কিছুদিন ধরে দেখেছি যেখানেই যাই প্রশ্ন করে
-বিয়ে করেছ/ বিয়ে হয়েছে?
- না।
- কেন?তোমার পরিবার মেয়ে দেখছেন না?
- জানি না
- তারা কি পছন্দমত পাচ্ছেন না
- জানি না
- এত খুঁজলে হয়?
- খুঁজলোটা কে......?
- এখনই তো সময়। দেরী হয়ে যাচ্ছে। বাচ্চা কাচ্চা নিতে হবে তো। আর সব কিছুর তো একটা সময়/ বয়স আছে।
-হুম, তা তো ঠিক। দেখি......
ঘুরে ফিরে সেই একই কথা। সবজায়গায় সবাই বলে। সেদিন শিরীন আপার সাথে দেখা--
- তোমার সব বন্ধুরা বিয়ে করে ফেলেছে তাই না
- জ্বী
-কি পছন্দ আছে নাকি?
- কোন বিষয়ে বলছেন?
- কোন মেয়ে টেয়ে
- কত বার বলেছি আপনাকে ওসব কিছু নাই (বিরক্ত বোধ করে বলি)
- তাহলে সমস্যা টা কোথায়?
বন্ধুবর প্রিয় কবি শাহরিয়ার নাসির ঢাকা এসেছিলেন, আড্ডার এক পর্যায় বল্লেন
- বিয়ে করে ফেল
- আপনি তো আমাকে লাস্ট তিন চার বছর ধরে বলছেন বিয়ে না করতে, পৃথিবীর সবথেকে সুখি মানুষ যারা বিয়ে করেনি, এটা তো আপনারই কথা
- সব ঠিক আছে, আমিই বলেছি কিন্তু তুমি বিয়ে না করে সব সুখ বুকে নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হবা তাতো মেনে নেওয়া যায় না
গুরু মাসুদ ভাইয়ের সাথে গুন্টার গ্রাস কে নিয়ে বিতর্কের উত্তেজনাকর সময়ে উনি বল্লেন
- তুমি বিয়ে কর
- আপনি এটা কি বল্লেন ভাই? আপনি কাউকে বিয়ের কথা বলছেন
- শোন এটার একটা অন্য রকম টেস্ট আছে, দিল্লির লাড্ডুর মত, যদি পস্তাতে হয় তাহলে খেয়েই পস্তানো ভালো।
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত ২০১৪ উৎসবের শেষ দিন আজ, বিকাল থেকে একে একে বেশ কয়েক জন কে ফোন দিলাম
'নারে, ছেলেটার জ্বর যাব না' 'তোর ভাবি তো রাতে একা থাকতে পারে না' 'নাহ্, বউ অনুমতি দেবে না' 'বিয়ের পরে থেকেই তো উচ্চাঙ্গসংগীত উৎসব চলছে আমার জীবনে' 'না যাব না, সকালে অফিস আছে'
অগত্য এক অবিবাহিত তরুন বন্ধু, মনে হল সে যেতে পারবে, ফোন দিলাম 'ভাইয়া দশ মিনিট পরে জানাচ্ছি', কিছু সময় পর
-ভাইয়া আমি যেতে পারব না, ও নিষেধ করছে, ও খুব টেক কেয়ার করে আমাকে, কোথায় ঠান্ডা লেগে যাবে
- ও টা কে
- গত পরশু দিন প্রথম দেখা হয়েছে তাই ওর কথা আপনাদের এখনো জানানো হয়নি।
এখনো সুরের মধ্যো পুরো পুরি ঢুকতে পারিনি, কারণ লেখার কাজে ব্যাস্ত, তবে সুর আর লেখা আমার বড় প্রিয়। লেখা শেষ হলেই হয়ত হারিয়ে যাব সুরের মূর্ছনায়। তখন হয়ত সবাই কে বলতে ইচ্ছা করবে 'এই সুরের মূর্ছনায় হারিয়ে যাব বলেই তো বিয়ে আমি করছি না।'
নোট-প্রিয় বন্ধু জ্যোতির ভাইবারে ম্যাসেস পেয়ে চমকে উঠলাম 'বিয়ে করিস না কেন?' মনে পড়ল বছর দু'এক আগে অন্য ব্লগে ওরই লেখা একটি পোস্ট ছিল বিয়ে কেন করছ না!!! তাই নিয়ে কত হাসাহাসি করেছি আমি।
ছেলেদের বেলায় অভিজ্ঞতাটাও একেবারে খারাপ না রে জয়......
ছবি- গুগল
০১-১২-২০১৪
ঢাকা
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০২