![]()
সাম্প্রতিক সময়ে অনেক মুভি দেখেছি, তার মধ্য কিছু সাইফাই মুভি বেশ দারুন লেগেছে, যারা সাইফাই মুভিতে মজা পান তাদের অবশ্যই দেখবার জন্য অনুরোধ রইল, আর যারা মুভি পাগলা তাদেরকে তো কিছু বলবার নাই। আমি চেষ্টা করেছি ভালো প্রিন্টের লিংক এ্যাড করবার তারপরও অনেক সময় দেখা যায় লিংকগুলো কাজ করছে না তাই অগ্রিম দুঃখ প্রকাশ করছি। আমি কোন স্পয়াল করছি না, আপনারা দেখুন, উপভোগ করুন।
৫। Lucy
![]()
আইএমডিবি রেটিং- ৬.৫
অভিনয়ে- স্কারলেট জোহানস্ন, মর্গান ফ্রিম্যান
মুভি দৈর্ঘ্য - ৮৯ মিনিট
কাহিনী- ঘটনাক্রমে একটি মেয়ে অন্ধকার জগতের কিছু মানুষের হাতে ধরা পড়ে এবং তারা তাকে কিছু অবৈধ করতে বাধ্য করে, একটি দূর্ঘটনার ফলে মেয়েটি মানুষের যুক্তি অতিক্রম নতুন এক রূপে রূপান্তরিত হয়।
লিংক
৪। Edge of Tomorrow
![]()
আইএমডিবি রেটিং- ৮
অভিনয়ে- টম ক্রুজ, এমিলি ব্লান্ট
মুভি দৈর্ঘ্য - ১১৩ মিনিট
কাহিনী- এলিয়েনদের সাথে যুদ্ধে একজন সামরিক কর্মকর্তা একটি দিনের ভবিষ্যত জানতে পারেন, তখন তিনি বিশেষ বাহিনী একজন মেয়ে সৈনিকের সাহায্যে যুদ্ধ শেষ করতে চেষ্টা করেন।
লিংক
৩। Her
![]()
আইএমডিবি রেটিং- ৮.১
মুভি দৈর্ঘ্য - ১২৬ মিনিট
অভিনয়ে- জ্যাকুইন ফনিক্স, স্কারলেট জোহানস্ন
কাহিনী- একজন লোনলি লেখক একটি অপারেটিং সিস্টেমের প্রেমে পড়ে।
[জ্যাকুইন ফনিক্স অনেক দিন পর চমৎকার অভিনয় করেছেন এই মুভিতে, অপারেটিং সিস্টেমের কন্ঠ স্কারলেট জোহানস্নের। ছবিতে কিছু ন্যুডিটি রয়েছে ও স্ট্রং সেক্সুয়াল কথাবার্তা রয়েছে। তবে মজাই লাগবে ছবিটি।]
লিংক
২। Predestination
![]()
আইএমডিবি রেটিং- ৭.৫
মুভি দৈর্ঘ্য - ৯৭ মিনিট
অভিনয়ে- এথান হোক্, সারা স্নোক
কাহিনী- একজন টাইম ট্রাভেলার টেম্পোরাল এজেন্ট এর জীবনে তার শেষ মিশন- যা একজন অপরাধী খুঁজে বের করা।
[বলুন তো ডিম আগে না মুরগি আগে? উত্তর পেয়েও যেতে পারেন এই মুভিতে। আমার রেটিং -১০/১০, দেখবার অনুরোধ রইল এই চমৎকার মুভিটি।]
লিংক
১। Upside Down
![]()
আইএমডিবি রেটিং- ৬.৪
মুভি দৈর্ঘ্য - ১০৭ মিনিট
অভিনয়ে- জিম স্টারগেস, ক্রিস্টন ডানস্ট
কাহিনী- দুই গ্রাভিটির দুই জন ছেলে মেয়ে একে অপরের প্রেমে পড়ে গিয়েছিল, ১০ বছর বিচ্ছেদের পর ছেলেটি মেয়েটি কাছে যাওয়ার জন্য এক বিপজ্জনক উপায় খুঁজে বের করে।
[বেস্ট সাই-ফাই মুভি, শুধু অনুরোধ থাকবে মুভিটি দেখবার জন্য। উপরের একটাও না দেখেন, এটা দেখবেন প্লিজ]
লিংক
নোট- ডাউনলোড লিংক গুলো ভাইরাস মুক্ত নাও হতে পারে (ধুস)
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




