এই দেহতরীর মান্দাস।
অনন্ত রণসজ্জার ভেতর পেতেছো শয্যা
এইখানে হিংসার মন্ত্রপাঠে ভাঙে ঘুম, ঘুমে জাগরণে
আঘাতে আঘাতে বিহ্বল অন্তর;
নষ্ট গর্ভের নষ্ট মাস কত যে ফুরোয়
ঘুমে জাগরণে এখানে শুধু বাজে অপঘাতের তীক্ষ্ণ শিস
এই বিরান ভূমি আমার নয়, আবার আমারও,
বলিপ্রদত্ত এই সহজিয়া দেশ আমার নয় আবার আমারও
দেখো কেমন কুণ্ডুলি পাকিয়ে আজ সহমরণে ডাকছে তোমায়!
তোমায় কোথায় রাখি কোথায় লুকোই
কোথায় ভাসাই এই দেহতরীর মান্দাস
আমি কি আর পারি তোমায় নিয়ে ডুব সাঁতারে নদী পেরোতে
না পারি মাটি খুঁড়ে তোমাকে আবৃত রাখতে !
আমরা হারিয়ে ফেলেছি চেনা আকাশ
হারিয়ে ফেলেছি পল্লীপৃথিবীর দিগন্তরেখা
পতনের শব্দ ঘেরা বিনম্র গ্রাম কিংবা
পত্র পল্লব ছুঁয়ে যাওয়া সহজ বাতাস
হারিয়ে ফেলেছি সব; সেইসব
দিনলিপির অনাবৃত শব্দকোষ।
@রাজা সরকার।