কবিতা
বিনি সুতোর মালা।
অন্ধকারে আর কতো খুঁজে বেড়াও মাতৃসদন
এই ম্লান আয়ুর জীবন নিয়ে আর কত হাঁটো
হাঁটাপথেই পৌঁছেছিলে এক মহাভূম থেকে আরেক মহাভূমের তীরে
সেদিন মাতৃসদনই খুঁজেছিল তোমায়, খুঁজেছিল অযুত জীবনের ওই
বিনি সুতার মালাটীও
সেই স্পর্শ কি তোমার মনে আছে!
থাকার কথা নয়; জীবন পেরিয়ে জীবন শুধু... বাকিটুকু পড়ুন
