এই সুফলা ভূমি আর বিনষ্ট হতে দিওনা।
প্রকৃতই পৃথিবীতে শোক বলে কিছু নেই
বিরহ বলে কিছু নেই, বিয়োগব্যাথা আর
এই বন্ধ্যা সভ্যতায় কেউ খুঁজে পাবে না
আমি শোক ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি
সহমর্মের সকল ব্যাকরণ
পরিক্রমণী এক রক্তাক্ত আত্মা আমি
কোটি মানুষের অবশেষের কাছে পরাহত
একটি পূর্ণশশী মানুষ খুঁজি; আমি বোবা
আমার ভাষা আমায় ছেড়ে গেছে বহুকাল।
চাইলে এই পর্বতশীর্ষ থেকে আমাকে ছুঁড়ে দাও
তবু,এই সুফলা ভূমি আর বিনষ্ট হতে দিওনা।
@রাজা সরকার।
]

সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২৫ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


