আশালতা
সকল দহন দেখি তোমাকেই ছুঁতে আসে
রক্তধোয়া ঋতুগুলো আমরা মনে রাখি না
মনে রাখি সেই কামরাঙা বনের শীত গ্রীষ্ম
তোমার কোনো বসন্ত নেই আশালতা?
তোমার পায়ে আলতা ছিল যেন কোন কৈশোরে
শত ধূয়েও যা পারোনি কোনোদিন তুলতে
বসন্তের কথামালা তো লিখতেই পারতে
শুধু চোখের জল যদি আটকাতে পারতে ক’ফোঁটা।
@ রাজা সরকার।

সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২৫ রাত ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


