আমি এক অলস ব্লগার.....সামুতে কিছু লেখার চাইতে পড়তেই বেশী ভালো লাগে!!! সব চাইতে আসল কথা, অন্য ব্লগারদের মত আমি সুন্দরভাবে কিছু লিখতে পারিনা। তাই দেখা যায়, কয়েক ঘন্টা ধরে কোনো কিছু লেখার পরে আত্মবিশ্বাসের অভাবে তা সামুতে পোষ্ট না করে ড্রাফ্টেই রেখে দিই!!! কিন্তু আজ বাধ্য হয়েই কিছু লিখতে বসলাম!!!!
......গতকাল থেকে সামুতে একটা ব্যাপার লক্ষ্য করছি যে, সাম্প্রতিক রিলিজ পাওয়া এক উপস্থাপিকার নগ্ন ভিডিও চিত্র নিয়ে সামুতে পোষ্টের হিড়িক পড়ে গেছে.....!!!
.........আমার মতে, ব্লগ হচ্ছে মুক্ত কন্ঠের প্লাটফর্ম। যেখানে সবাই মুক্ত কন্ঠের আওয়াজ তুলবেন!!! কিন্তু হচ্ছে কি, যত নোংরা ও অশ্লীল ব্যাপারকে পুঁজি করে ব্লগাররা চুলকানী টাইপের পোষ্ট একের পর এক দিয়ে যাচ্ছেন!!! এমন না যে, তাদের পোষ্টের কেউ বিরোধিতা করছেননা!!! অনেকেই দেখছি, পোষ্টগুলোর বিরোধিতা করছেন!! কিন্তু ফলাফল??? বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন!!! তারা তো বিরোধিতার ব্যাপারটা কর্ণপাত করছেনই না বরং তাদের ভাবসাব দেখে মনে হচ্ছে যে, চুলকানী তুলে দেওয়াতেই তাদের সার্থকতা!!!
..........এসবের ফলাফলে দেখা যাচ্ছে, সামুর প্রথম দিকের কয়েকটা পৃষ্ঠা আজাইরা টাইপের পোষ্ট দিয়ে ভরে যাচ্ছে!!! ভালো ভালো লেখা গুলো কয়েক মুহূর্তেই কোথায় যেনো হারিয়ে যাচ্ছে!!! মডুরাও দেখি সেসব নোংরা পোষ্ট সরিয়ে নিচ্ছেন না!!!
.......তাই মডুদের কাছে আমার অনুরোধ যে, দয়া করে ঐসব নোংরা পোষ্ট গুলো সরিয়ে ফেলুন অথবা যেকোনো একটা পোষ্ট কে ভিডিও লিংক সহকারে স্টিকি করুন!!!
...........আমি জানিনা আমার এই পোষ্টের বিষয়ের সাথে কতজন তাদের সমর্থন প্রকাশ করবেন!!! কিন্তু এক নিঃসঙ্গ ব্লগার হিসেবে আমি আমার দায়িত্ব পালন করলাম!!! কারো যদি আমার এই পোষ্টের ব্যাপারে কোনো আপত্তি থাকে, দয়া করে আমার এই পোষ্ট কে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি....!!! পোষ্ট টা পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ!!!
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১১ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



