একটু আগে হঠাৎ করেই আমার মোবাইল বেজে উঠলো। দেখলাম একটি এস,এম,এস এসেছে। যার বিষয়: Suport BDR nowjoan & btrayed ARMY hayena. আমি এখনোও বুঝতে পারছিনা যে, এখানে Suport বা btray-এর কি আছে। আসলে
১. কেউ কি আমাদের শত্রু?
২. BDR বা ARMY এরা কি AL বা BNP-এর মত রাজনৈতিক দল? ৩. BDR বা ARMY একে-অপরের পরিপূরক কিনা?
না... তারা কেউ-ই আমাদের শত্রু না।
না... তারা রাজনৈতিক দল না।
না... তারা একে-অপরের পরিপূরক না।
তাই কাউকে Suport বা btray নয়। শুধু এই অনাকাক্ষিত ঘটনার জন্য আমাদের জাতি হিসেবে লজ্জিত হওয়া উচিত।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





