বর্তমান পরিস্হিতিতে ঘাটতির অনুকূলে অনেক উদ্যমী পুলিশ অফিসার প্রয়োজন। এক একটি বিসিএস পরীক্ষা শেষ করে অফিসার পদে নিয়োগ পেতে দীর্ঘ সময় ব্যয় হয়। বিসিএস পরীক্ষার চক্কর এড়িয়ে সেনা-নৌ-বিমান বাহিনীর মতো এইচএসসি পরবর্তী Inter Services Selection Board এর মাধ্যমে পুলিশ অফিসার পদে নিয়োগ দেওয়া যেতে পারে। কয়েকজন পুলিশ অফিসারকে প্রশিক্ষন দিয়ে প্রশিক্ষক বানিয়ে ISSB তে যোগদান করালেই হবে। মেডিকেল কলেজ, বুয়েট ইত্যাদির মতো পুলিশ একাডেমিতে দীর্ঘ ২/৩ বছরের প্রশিক্ষন নিয়ে বের হলো, এতে অনেক সময়ের অপচয় রোদ হবে।
১। বর্তমানে অফিসার পদে পুলিশ ক্যাডারে বিসিএস পরীক্ষার মাধ্যমে ডাক্তার সহ অন্য অনেক বিষয়ে স্পেশালাইজডদের দেখা যায়, এতে তাঁদের ঐ স্পেলাইজেশন এর সুফলতা থেকে জাতি এবং সমাজ বঞ্চিত হয়।
২। পুলিশে নানা ধরনের অস্র ও গোলাবারুদ ব্যবহৃত হয়। পুলিশ অফিসারদের অধিকাংশ সময় সশস্ত্র বাহিনী হতে প্রশিক্ষিত কনস্টেবলদের উপর নির্ভর করতে হয়, এতে আত্নবিশ্বাসের সহিত নেতৃত্ব দিতে সমস্যা হ্য়। এক্ষেত্রে দীর্ঘ ২/৩ বছরের প্রশিক্ষন এর মধ্যে ৩ মাস প্রশিক্ষন বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে করিয়ে আনলে অস্র ও গোলাবারুদে পুলিশ অফিসারদের আত্ববিশ্বাস ও অনেকগুন বাড়বে।
এতে অনেক তরুনের অল্প বয়সে কর্মসংস্হানের সুযাগ হবে।বিষয়টি নিয়ে ভাবা যেতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



