আজ স্বপ্নের বসন পড়েছে মন
এমন সময় তোর প্রয়োজন,
নিত্য রঙে হরেক রঙের পণ
তোকে পাবার করেছি আয়োজন।
কদম ফুলে বাদল ছুঁয়ে যেমন করে
উদাস হাওয়ায় মন
এমন ক্ষণে এই হৃদয়ে তোর বিচরণ।
আসতে যেতে তোর আঙির
স্বপ্ন ভরা হৃদয় ছবির।।
রুপে রঙের খেলা -
ভাবনাপুরে ভাব কমেনা
তোকে ঘিরে যাচ্ছে যে -দিন বেলা।
হয়তো তুই অনেক দূরে-
দূরের প্রানে যাচ্ছে নিয়ে ভেলা।।
যাচ্ছে সময়, যাচ্ছে দিয়ে-
আমার মনে তোর স্বপ্ন দোলা।
আজ স্বপ্নের বসন পড়েছে মন
এমন সময় তোকে ভীষণ প্রয়োজন।
২৪.০১.২০১৯( দোকান)
সকাল ৮.৫৫-৯.২৭ মিনিট
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



