আজ ব্লগ লেখা শুরু করলাম ।ব্লগ , হায়রে হায় অনিক পাকনাও শেষ পর্যন্ত ব্লগ লিখা শুরু করে দিল???
ব্লগের কথা প্রথম শুনেছি বেশি দিন হয়নি , এইত সেদিন ভালমত ব্লগের কথা শুনলাম ।সবাই নাকি ব্লগ লিখে , ব্লগ পড়তে নাকি অনেক মজা ।আমি ত ভাবলাম আমরা যেরকম হুযুগে লোকজন , এটাও নিশ্চয় সেরকম নতুন আরেকটা হুযুগ ।আমজনতা এই হুজুগে যথারিতী ব্যাপক ভাবে সাড়া দিবে এবং কিছুদিন পর ভুলে যাবে ।ও কয়েকদিন আগে আবার আমির খান শাহরুখ খানের মধ্যে কি যেন গন্ডগোল লাগলো , ব্লগ লিখা নিয়েই তো মনে হয় ।সবাই এখন নিজের ব্লগ লিখে ।বাহ, বাহ ,
আমিও ব্লগ পড়া আরম্ভ করলাম ।দেখি ওরে বাবা , এটা তো চরম হুজুগ ।এইখানে এত মানুষ???খেয়ে দেয়ে কারো আর কোন কাজ নাই নাকি?কি পরে সবাই এইসব দেখি ত একটু ......
না সেদিন দেখা ঠিক হয়নি ।আমিও ত নেশায় পরে গেলাম ।ব্লগ পড়ি ।শান্তনু বলল ব্লগ লিখা শুরু করে দে ।ভাব আছে ।আরে কিসের ভাব ?আমি ভাবলাম ।এই আজাইরা কাজ করার চাইতে কত গুরুত্বপুরন কাজ আছে আমার ।
হা হা হা ।শান্তনুর সাথে কথা বলতে বলতেই নিবন্ধন করে ফেললাম ।তারপর এইযে লিখছি ।আমাকে ব্লগের থেকে বের করে দিবে আমি জানি ।ফালতু লেখা আর কে পরবে?
আরে আমি আছি কি করতে?আমি নিজেই আমার লেখা পরব ।তারপর নিজেই সেটা পছন্দ করব ।
উফ...বাংলা লিখা যে এত কষ্ট তা জানলে জীবনেও এখানে ব্লগ লিখতে আসতাম না ।আর লিখবনা ।ভালো লাগতেসেনা ।
এটাই কি আমার প্রথম আর শেষ ব্লগ???জানিনা ......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




