অনেক দিন পর মনে আইজ সুখ সুখ লাগতেছে। কারণ মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে।
যদিও আগের সেই উত্তেজনা অনুভব করি না।
তবুও আজ প্রায় ৬০ মিনিটের মতো টিভির সামনে বসে খেলা দেখলাম।
খেলা শেষের দিকে আবাহনীর আক্রমণে ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিলো বোধহয় গেল।
কিন্তু না ভাই শেষ পর্যন্ত আর পারল না।
মোহামেডানের সকল খেলোয়াড় কর্মকর্তা সমর্থকদের অভিনন্দন জানাচ্ছি।
সবসময় চাই শেখ হাসিনা খেলা দেখতে আসে। তাহলে মোহামেডান চ্যাম্পিয়ন হবে। খালেদা আসলে আবার আবাহনী চ্যাম্পিয়ন হয়। তাই খালেদাকে স্টেডিয়ামে চাই না।
শেষে একটা কথা না বলে পারছি না যে ধারাভাষ্যটা বরাবরের মতোই জঘন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




