আমরা মুসলিম, শুধু কি নামে, উত্তরাধিকারসূত্রে নাকি কর্মে!!!
আমার এক কলিগ বাইরে থেকে ঘুরে এসে গল্প করছিল, সে যখন থাইল্যান্ড এর বার এ বসে ড্রিংক করছিল, তখন এক অমুসলিম তাকে জিগ্গেস করেছিল মুসলিমরা কি মদ পান করে???
আমরা যদি নামে শুধু নামে মুসলিম হ্ই তাহলে না আল্লাহর কাছে ভালো হতে পারব , না অন্যের কাছে , শুধু ধিক্কারই পাবো।
এক ব্লগার লিখেছেন, ইসলাম কি শান্তির ধর্ম!!!!
ইসলাম শান্তির না অশান্তির সে আলোচনায় যাবো না, মুসলিম শাষকদের উদাহরন বর্তমানের আরব আর মুসলিম দেশ এর শাষকরা নয়, আমরা তারেক, মুসা আর খলিফাদের ইতিহাস এ দেখতে পাই , মুসলিমরা ছিল শৌর্য বীর্যের অধিকারি নয় আমেরিকা আর ইসরাইলের মত, খ্রীষ্টানদের মত ও নয়।
মুসলিমরা কোন দেশ দখল করে নাই, যেখানেই গেছে সেদেশের জন গণ তাদের বরণ করেছে পুষ্পমাল্য দিয়ে, ইসলামে নেই জবরদস্তি। ছিল না কোন দখলদারিত্ব, জুলুম-নির্যাতন, সব সময়ই দরিদ্র , নিপীড়িত মানুষ প্রথমে ইসলাম গ্রহন করেছে। ইসলামের সেই সুবর্ণ যুগের ইতিহাস পরুন, সাথে এটাও পরুন কেন মুসলিম রা তাদের রাজত্ব হারালো।
সেই সব শাষকদের ধিক্কার যাদের জন্য আজ প্রশ্ন উঠছে ইসলাম শান্তির ধর্ম কি না?????
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


