
ফেসবুকে অনেকগুলো গ্রুপে আমি নিয়মিত পোষ্ট দেই। তারা আমার পয়েন্ট সো করে। হৃদয়ে আমার বাংলাদেশ গ্রুপে আমার পয়েন্ট ৫২১৬৯ হলো। এতে করে অন্যদের সাথে মিলিয়ে নিজের অগ্রগতি অন্তত দেখা যায়। সামুতে এমন পয়েন্ট সিস্টেম করলে এখানেও নিজের অগ্রগতি দেখা যেত। দেখা যেত রানু ও গফু থেকে আমি কত পিছনে আছি। সোনাভাই দেখতে পেতেন পয়েন্টে তার কত উন্নতি হয়েছে। এতে অন্তত একটু আত্মার প্রশান্তি পাওয়া যেত।
সামুতে যখন রেজিষ্ট্রেশন করলাম তখন সামু আমাকে নিরাপদ ব্লগার বলল। কিছু দিন যেতে না যেতেই দেখি সামু বলছে আমি জেনারেল। মনে করলাম উন্নতি হলো বুঝি। কিন্তু না তখন দেখলাম পোষ্ট আর প্রথম পাতায় যায় ন। মনের দু:খে আরেকটা আইডি খুললাম। এটা আর সহজে সেফ হয় না। তারপর সেফ হওয়ার পর দেখলাম কিছু দিন পর সামু অচল। তাতে আর প্রবেশ করা যায় না। তারপর প্রবেশ করতে পেরে মনের আনন্দে লগ ইন করতে গেলে সামু বলল এটা পুরাতন পাস ওয়াড। নতুন পাস ওয়াড ই মেইলে দেওয়া হয়েছে। ব্লগের জন্য দু’টি নতুন ই-মেইল খুলে ছিলাম। যা ব্যবহার করতাম না। সুতরাং সেই দুই ই-মেইলের পাসওয়াড আর পাওয়া গেলো না। সুতরাং তাতে পাঠানো নতুন পাস ওয়াড আর পাওয়া হলো না। তাতে করে সেফ দু’টি আইডিতে আর লগ ইন করা যাচ্ছে না। অবশেষে মহাচিন্তায় পড়ে মহাজাগতিক চিন্তা হলাম। তাতে বহু কাঠ-খড় পুড়িয়ে অবশেষে সেফ হলাম। তবে এখানে নীতিমালা নামক মহাবিপদ রয়েছে। যে এর আওতায় পড়েছে তার কপাল মন্দ। এ নীতি মালার আওতায় পড়ে সোনাভাই এখন অপরের পোষ্টে কমান্ড প্রদানে অপারগ।
ফেসবুক বিভিন্নভাবে পোষ্ট দাতাকে উৎসাহিত করে। সেজন্য এখানে প্রচুর লোক সমাগম। মডু ভাইয়ূমনিকেও ফেসবুকে নিয়মিত পাওয়া যায়। সোনাবীজ ভাই ও সাহাদাৎ উদরাজির পোষ্টও প্রায় দেখি। আরো অনেক ব্লগারের পোষ্ট মাঝে মধ্যে নজরে আসে। তবে সামুর গ্রুপে আমি কম ঢুকি। কারণ তারা আমার লেঙ্গুর ধরে টানাটানি করে।
অনেকের একপা ব্লগে এবং অন্য পা ফেসবুকে থাকে। কেউ আবার চলে যায় ইউটিউবে। সেই হিসাবে ব্লগ আরো জনপ্রিয় করতে এটাকে আরো সুস্বাদু করা জরুরী। তারই অংশ হিসাবে সামু যদি কিছু পয়েন্ট-টয়েন্ট দিতো তাহলো হয়ত আরো একটু ভালো লাগতো। এ পোষ্ট দিয়ে কোন দোষ করে থাকলে মডু ভাইয়ু মনির নিকট আন্তরিক ক্ষমা চাই।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৩ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




