
সূরাঃ ২৯ আনকাবুত, ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৯। যারা আমাদের উদ্দেশ্যে জিহাদ করে আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথে পরিচালিত করব। আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়নদের সঙ্গে থাকেন।
সূরাঃ ৮ আনফাল, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব-বাহিনী প্রস্তত রাখবে। এর দ্বারা তোমরা সন্ত্রস্ত রাখবে আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে, এছাড়া অন্যদেরকে যাদের সম্পর্কে তোমরা জাননা, আল্লাহ জানেন।আল্লাহর পথে তোমরা যা ব্যয় করবে এর পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না।
সহিহ সুনানে নাসাঈ, ৩১৭৭ নং হাদিসের (জিহাদ অধ্যায়) অুনবাদ-
৩১৭৭। হযরত আবু হুরায়রা (রা.)থেকে বর্ণিত।তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) আমাদেরকে হিন্দুস্থানের যুদ্ধের আশ্বাস দিয়েছেন। আমি তা’ পেলে তাতে আমার জান মাল উৎসর্গ করব। আর আমি যদি নিহত হই তবে মর্যাদাবান শহীদ বলে গণ্য হব, আর যদি প্রত্যাবর্তন করি, তাহলে আমি আবু হুরায়রা হব আযাদ বা জাহান্নাম হতে মুক্ত।
সহিহ সুনানে নাসাঈ, ৩১৭৮ নং হাদিসের (জিহাদ অধ্যায়) অুনবাদ-
৩১৭৮। হযরত রাসূলুল্লাহর (সা.)গোলাম সাওবান (রা.)থেকে বর্ণিত।তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন আমার উম্মতের দু’টি দল, আল্লাহ তায়ালা তাদেরকে জাহান্নাম হতে নাজাত দান করেছেন, একদল যারা হিন্দুস্থানের জিহাদ করবে আর একদল যারা ঈসা ইবনে মরিয়মের (আ.) সাথে থাকবে।
সহিহ সুনানে ইবনে মাজাহ, ৩৯৫০ নং হাদিসের (ফিতনা অধ্যায়) অনুবাদ-
৩৯৫০। আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (সা.)বলতে শুনেছি আমার উম্মত পথভ্রষ্টতার উপর একত্রিত হবে না। যখন তোমরা উম্মতের মাঝে মতপার্থক্য দেখতে পাবে, তখন সর্ববৃহৎ দলের সাথে সম্পৃক্ত থাকবে।
* হিন্দুস্থান তথা ভারতীয় উপমহাদেশে মুসলিমগণ সব সময় জিহাদে লিপ্ত রয়েছে। এখানকার বড় যুদ্ধ সমূহ হলো ১। মোহাম্মদ বিন কাসিম ও রাজা দাহিরের যুদ্ধ ২। মোহাম্মদ ঘুরী+খাজা মঈনদ্দীন চিশতি (র.) ও পৃথিরাজের যুদ্ধ ৩। আওরঙ্গজেব ও শিবাজীর যুদ্ধ ৪। আমদশাহ আব্দালী ও মারাঠাদের যুদ্ধ ৫। শায়েস্তাখান ও মগদস্যুদের যুদ্ধ ৬। সামসুদ্দীন ইলিয়াছ শাহ+ হযরত শাহ জালাল (র.) ও রাজা গৌরগবিন্দের যুদ্ধ ৭। বখতিয়ার ও লক্ষণসেনের যুদ্ধ। এসব যুদ্ধের ফলে মুসলিম ভারত শাসন করে সাড়ে সাতশত বছর। তারপর ইরেজ ভারত কেড়ে নিয়ে ছেড়ে গেলে এখানে বাংলাদেশ ও পাকিস্তান নামের দু’টি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। বখতিয়ারের ঘোড় সওয়ারের ভয়ে লক্ষণসেন পলায়ন করে। আর পাকিস্তানের রয়েছে পারমানবিক অস্ত্র। মুসলিমদের আর কোন দেশের পারমাণবিক অস্ত্র নেই। এখন এ অস্ত্রই আল্লাহর শত্রুরা সবচেয়ে বেশী ভয় পায়। সুতরাং ভারতীয় উপমহাদেশের মুসলিমদের সর্ববৃহৎ দলকে সঠিক নয় বলার সুযোগ নেই। আর তারা হলো মীলাদ-কীয়াম ও ঈদে মীলাদুন্নবী পালনকারী সুন্নী। সুতরাং ভারতীয় উপমহাদেশের সুন্নীদের সর্ববৃহৎ দলকে সঠিক নয় বলার কোন সুযোগ নেই।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২৪ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




