
আমার কন্যা চাঁদ ফুলের জন্মে আমরা খুশী
জোৎস্নারা ছড়িয়ে থাকুক তার সমগ্র জীবনে
সুখের কণারা খেলা করুক সর্বদা তার সাথে
স্বামীর সাথে সেথাকুক রানীর মত সদানন্দে।
মুন ফ্লাওয়ার নামটা তার নিজের পছন্দের
বহুকাল পরে এর মর্মার্থে হৃদয় চমকিত হয়
তার সব ঠিকঠাক এখনো আছে স্বামীর সাথে্
ওদের আনন্দ দেখে অন্তর জুড়ায় পরম শান্তিতে।
বাবারা এমন চায় তাদের কন্যাদের সংসার
হবে পারিজাত অমলিন সুখের ঠিকানা প্রিয়
ইচ্ছা পূরণ হোক কন্যার বাবাদের চিরকাল
সুখের নিদ্রারা তাদের সবার থাকুক দু’চোখে।
উৎসর্গ: মেঝ কন্যা- সাহিদা সুলতানা শাহী
# কবিতা যার জন্য কবিতা তার পছন্দ হয়েছে।

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৪ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




