
দুটি রাত জাগা তারা তোমার চোখে
মুখ চন্দ্রিমায় অপলক দেখি তাতে লেখা
প্রেমের কাব্য রঙ ছড়িয়ে আমায় বলে
ভালবাসি ভালবাসি তোমায় প্রিয় সখা।
মন জলে তখন ফুটে পদ্ম ফুল কত
গোলাপ বাগে দেখি ফুল রানী দোল খায়
নিঝুম রাতের বাতাস কানে কানে বলে যায়
প্রিয়ার মনের খাতার লেখা গুলো পড় একবার।
সে পদ্য পাঠে উতালা হৃদয় বিমোহিত
সুখের পায়রা গুলো ঝাঁক বেধে উড়ে যায় দীগন্তে
দু’জন হারিয়ে যাই দু’জনের প্রেমের গহিন বনে
ঘুমের কোল থেকে জেগে বুঝি বিষয়টা দারুণ ছিল।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২৫ সকাল ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



