
একদিন একগুচ্ছ বেলী ফুলের শুভেচ্ছায় সিক্ত করে ছিলে
বহুদিন পর আবার এলে শিশির সিক্ত শিউল ঝরা সকালে
কিছুকাল পর গোলাপের পাপড়ি ঝরা বিকেলে একত্রে হাঁটা
রজনীগন্ধার সুঘ্রাণ ছড়ানো রাতে একান্ত কাছে তুমি ছিলে।
একদিন নদীতীরে আমরা তিনজন বেড়াতে যাই আনন্দে
আমাদের বাচ্চা টুক টুক করে হাঁটছিল এবং হাসছিল
আমরা দু’জন বাচ্চার দিকে অপলক তাকিয়ে থাকলাম
এখন দু’জন পার্কের বেঞ্চিতে বসে আছি সাদা চুলে।
ঝরাফুলের মত একজন হঠাৎ ঝরে গেলে কেমন হবে?
অন্য জন একাকী এদিক-সেদিক ঘুরে বেড়াবে আনমনে
চলে যাওয়ার অপেক্ষায় সে থাকবে সারা বেলা ধুসর দৃষ্টিতে
জীবনের চমৎকারগুলো স্মৃতির খাতায় মনে হবে ফ্যাকাসে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




