
২৫ মার্চ ১৯৭১ গণহত্যা চালিয়ে পাকিস্তান মনে করেছে তারা জয়ী।তারপর যুদ্ধে ভারত জড়ায় এবং ১৬ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তান হেরে যায়। ৫ আগষ্ট ২০২৪ প্রতিপক্ষ ব্যাপক জনসমাগম সৃষ্টি করলে আপা রাষ্ট্রীয় সফরে ভারত যান এবং প্রতিপক্ষ যুদ্ধ জয়ের ঘোষণা দেয়। কিন্তু ভারত বলে যুদ্ধ শেষ হয়নি। তারা আপার প্রতিপক্ষের শেষ করা যুদ্ধ আবার চালিয়ে যাচ্ছে। কারণ আপা ক্ষমতায় থাকলে ভারত শান্তিতে থাকে।
উহুদে যুদ্ধ শেষ হয়েছে মনে করে মুসলিম গণিমত সংগ্রহে নামে। পরে তাদের সত্তর জন শহীদ হয়।চব্বিশে যুদ্ধ শেষ হয়েছে মনে করে গণিমত সংগ্রহের হিড়িক পড়ে।রানু বলে- আপা আসবে-বাংলাদেশ হাসবে। রানুর কথা ঠিক হলে খেলার হাফ টাইমে যারা খেলা শেষের বাঁশি বাজিয়েছে তারা বেকুবের হাসি হাসবে। তখন ঠিক কতজন শহীদ হয় বলা মুশকিল। সুতরাং আপার প্রতিপক্ষের ঐক্য তাদের ঘুরে দাঁড়ানোর প্রধান উপায়। আপা বলেছেন, যা করেছে জাশি করেছে। ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু থেকে সেটা সঠিক মনে হয়।সুতরাং আপার প্রতিপক্ষের ঐক্য জাশির নেতৃত্বে হওয়া দরকার।
প্রশাসন ও বাহিনী আপার এবং ছাত্র জাশির। বিএনপির জনগণ সকল কালে ছিল দৌড়ের উপরে। জাশি আপার সাথে হেরেগেলে বিএনপির জনগণ দৌড়ের উপরেই থাকবে।আর তখন শহিদী কাফেলার শহীদ সংখ্যা আরো বেড়ে যাবে।জাশি হেরেগেলে রাস্তায় ছাত্র থাকবে না, জনগণও আর রাস্তায় আসবে না।সেইটা ভেবেই তারেক ভাবছেন, আসব কি আসব না।ইসরায়েল বোতলে ঢুকলে ছিপি না আটকিয়ে তাদের প্রতিপক্ষ আনন্দ করে, তখন তারা বোতল থেকে আবার বের হয়, তখন তাদের প্রতিপক্ষ কাঁদে। আমেরিকা আফগান যুদ্ধ আবার শুরু করতে চাচ্ছে বলে মনে হয়।
মুসলিমের এখন আনন্দের সময় নয়। প্রতিপক্ষ পিছু হটলে তাদেরকে তাদের ফিরে আসার বিষয়ে সাবধান থাকতে হবে।জিহাদী জজবায় সাবধান থাকার কথা ভুলে গেলে মুসলিমদের শহীদের সংখ্যা বাড়তেই থাকবে।আপা চলে গেছেন এটার আনন্দ ছেড়ে তিনি ফিরে আসতে পারেন সেইটা ভাবা তাঁর প্রতিপক্ষের প্রধান কাজ। ২০২৪ ঠিক ১৯৭৫ এর মত নয়। তখন জেনারেল আওয়ামী লীগের প্রতিপক্ষে ছিলেন, এখন জেনারেল অনেকটা নিরপেক্ষ।সুতরাং তখন বিএনপি যা পেয়েছে এখনও তাই পাবে এটা ঠিক বলা যাচ্ছে না।
তারেক ফিরলে তিনিও পিতার মত শহীদ হন কিনা কে জানে? সেকালে জিয়া আওয়ামী প্রতিপক্ষকে অনেকে দিয়ে খেয়েছেন। তারেক আওয়ামী প্রতিপক্ষকে কিছু না দিয়ে খেতে চাইলে তিনি সফল হবেন কি? জাশি থেকে আলাদা হওয়া তারেকের জন্য ভালো হচ্ছে বলে মনে হয় না। কারণ জাশির সাথে ছাত্র আছে। আর তারেকের সাথের জনগণ সেল্টার ছাড়া মাঠে নামে না। সেকালে ছিল সিপাহী জনতা, একালে ছাত্র জনতা। ছাত্র মাইনাস হলে শুধু জনতা দিয়ে কি হবে? পোষ্টটি ব্লগের জন্য লেখা, ফেবু পাঠক সেভাবে পড়ে নিবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২৫ ভোর ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




