
কবিতার মতো তার সু’নাম সুন্দর
নেশাময় কবিতায় সুখের আফিম
অনুপম সেই ছন্দে রাবেয়া রাহীম
প্রাণবন্ত সব দিক নিরন্ত সে ছবি।
আনন্দের স্নিগ্ধ মন সুরম্য অন্তর
চিরতার রাখ তার হে মহা মহীম,
প্রতিভায় সিক্ত যারে করেছ অসীম;
প্রবলের স্নেহ ধন্য, স্বাগত হে কবি।
আমাদের এ আলয়ে ছড়িয়ে আলোক
ছন্দময়ে গড় এক কাব্যের নিলয়,
কামিনীর নবরূপে আবার আসোক
নীতিকথা নিত্য দিন সত্যের নির্ণয়।
আপনার কাছে এই প্রনতি জানাই
নবরূপ কবিতায় যেন হে তা’পাই।
# ছন্দ: অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




