আমি মন্ত্রনা পড়ে যন্ত্রনা বাড়াই তোর,
আমি ভালোবেসে করি জোর।
আমি তোর এলাকায় আর আসবো না,
যদি তুই ভালো থাকিস,
যদি তুই আর খবর না রাখিস।
আমি এমনি,, এমনি হয় আমার।
আর আসবো না তোমার শহরে,
দূর থেকে দেখেই যাবো।
আমার মধ্যে থাক আমি আমার সব।
কোন কোলাহল নেই,স্থির হও হে জগৎ আমার।
আমি প্রস্তুত সব মেনে নিতে।
ভয় করো না আমি আসবো না তোমার শহরে আর।
তুমি থাকো না ভালো আমি থাকি আড়ালে,
শব্দ পাবে না তুমি আমি এসে দাড়ালে।
................................................faridshipon
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



