সে আর আসবে না
এক কষ্মিনকাল ডুবে গেলেও পদ্মার পললে
পাহাড় ভেঙে ভেঙে আকাশ আরও ক্ষয় হলেও
সূর্যাষ্তে হারিয়ে যাওয়া দিনের তারার মতো
নিভেছে তার মুখ
রাতের শুরুতে।
আমি তার দু:খ জানি না
আমি তার জানি না অভিমান
আমি তার কুশল জানি না
আমি তার ঠিকানা জানি না আজও
ধূলোর শরীরে চরণচিহ্ন নষ্ট পাখির
ছায়ার মতন স্মৃতিরা লুটোয় অন্তরালে
রঞ্জনরেখায় ভুলের এপিটাফ
তার আলো্য ভাসবে না
সে আর আসবে না।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




