এবার ছুটি নেব তিনদিন, তারপর ঘুমাবো না
অসম্ভব ব্লগাবো আর বউয়ের হাতে খাবো তিনবেলা ক্ষীর
অনেকের সাথে খুব কষাকষি- বহুদিন নেই বনিবনা
সবকিছু দেখেশুনে 'ক্ষেপিয়া গিয়াছি', এবার মনের চাই সুমতি সুস্থির।
তুমি যদি ভালোবাসো সন্ততির ঘেঁষাঘেষি, আলাভোলা আটখানা হাসি দিনভর
একবেলা ঘুরে যেয়ো গরীবের ঘরে, সহচর।
আমার ভুলের সাজা দিও তুমি আপন দু হাতে
তারপর বাকি বেলা পাশাখেলা তোমাতে-আমাতে।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




