খেয়াল করো, কে কার পাশে
কারো ভাদ্র মাস, কারো বা আশ্বিন
একই ভাদ্রে ঈদ কি আসে?
তোমারও আসবে সুন্দর একটা দিন
তখন শীতের কাব্য চাঁদের শরীরে
তোমার শরীরে আষাঢ়ের ঢল
ঝিলের সারসেরা ফিরে যাবে নীড়ে
তুমি ঘরে নেবে নতুন ফসল
খেয়াল করেছো কার পাশে তুমি?
সোনার শস্যে ভরা সেই ভূমি।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



