তোমার আমার দিন ছুটে চলে ব্যস্ত ঘড়ির কাঁটায়
তোমার আমার মন ছুটে চলে নদীর ঢেউয়ের মতো
তোমার আমার রাতগুলো কাটে দারুণ অস্থিরতায়
তোমার আমার চোখে নেই সুখ, স্বপ্নরা পরাহত
কাল যদি দেখো ঝাঁকে ঝাঁকে পাখি মেঘে রঙ মেখে হাসে
অভিসারে তুমি চলে এসো প্রিয় সন্ধ্যার অবকাশে
অলখিতে কত শুকিয়েছে নদী, ম্লান হয়ে গেছে জোছনা
বাসনায় কত গাঢ় হয় রাত, ক্ষয় হয়ে যায় কামনা
কাল যদি দেখো শুকনো ঘাসেরা জেগেছে সজীব নিশ্বাসে
অভিসারে তুমি চলে এসো প্রিয় সন্ধ্যার অবকাশে
একদিন ভোরে শিশিরের গায়ে মনটাকে নেব ভিজিয়ে
বাতাসের সুরে সুর তুলে তুলে বাতাসেই দেব ভাসিয়ে
পাখা মেলে দিয়ে উড়ে যেতে যেতে মিশে যাব ধু-ধু আকাশে
অভিসারে তুমি চলে এসো প্রিয় সন্ধ্যার অবকাশে
২৬ মার্চ ২০২১/২২ সেপ্টেম্বর ২০২২
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের ইউটিউব লিংক : তোমার আমার দিন ছুটে চলে
অথবা, নীচের লিংকে ক্লিক করুন।
এ গানটি নতুন করে গেয়ে নতুন ভাবে মিউজিক কম্পোজ করা হয়েছে। প্রথমে খালি গলায়, তারপর মিউজিক সহযোগে এটা শেয়ার করা হয়েছিল। এর উপর সম্ভবত এর আগে দুটো পোস্ট আমি লিখেছিলাম। সর্বশেষ পোস্টের লিংক - তোমার আমার দিন ছুটে চলে ব্যস্ত ঘড়ির কাঁটায়
উৎসর্গ :
ট্যালেন্টেড ব্লগার গেঁয়ো ভূত - যার শ্রদ্ধা ও আন্তরিকতায় আমি মুগ্ধ ও অনুপ্রাণিত, যার পোস্টগুলো যেমন সমৃদ্ধ, কমেন্টগুলোও বুদ্ধিদীপ্ত।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২৩ রাত ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




