মন যদি চায়, তবে হাতটি ধরো
অজানার পথে আজ হারিয়ে যাব
কতদিন চলে গেছে তুমি আসো নি
হয়ত-বা ভুলে ছিলে, ভালোবাসো নি
কীভাবে এমন করে থাকতে পারো
বলো আমাকে
আমাকে বলো
চলো আজ ফিরে যাই কিশোর বেলায়
আড়িয়াল বিলে তুলি শাপলা শালুক
অথবা ভেসে বেড়াই কলার ভেলায়
আমাদের সাথি হবে সাঁতারু ডাহুক
একদিন উল্লাসে কাটাবো সময়
দুরন্ত বৈঠায় বাইচের নৌকোয়
স্মৃতিমাখা সোনালি সে দিনগুলো হায়
ডাকে ইশারায়
ডাকে ইশারায়
চলো আজ পাখি হয়ে আকাশে হারাই
দৃষ্টির ধু-ধুয়ায় মনকে ভাসাই
পাহাড়ের চূড়া ছুঁয়ে রঙিন আবির
ওখানেই খুঁজে পাব আমাদের নীড়
জীবনের কাছে আছে যত শত ঋণ
চলো আজ শোধ দেব কয়েকটা দিন
প্রাণ শুষে নিতে হবে জীবনের স্বাদ
ভুলে অবসাদ
ভুলে অবসাদ
১৩ মে ২০২৪
কথা, সুর ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - মন যদি চায়, তবে হাতটি ধরো
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২৪ রাত ৯:৪৪