সহেলিয়া তার নাম ধাপারিয়া ছিল তার গ্রাম আমার বাড়ির সামনে দিয়ে আসতো যেতো প্রতিদিনই সে জানালাটা খুলে আমি তার দিকে চেয়ে তার হেঁটে যাওয়া দেখতাম
মাথায় দুটি বেণি ছিল দু পাশে দুটি লাল ফিতা রঙিন প্রজাপতির মতো হাওয়ায় হাওয়ায় উড়তো সহেলিয়া কি জানতো চলে যেতে যেতে আমায় সে করে যেত অশান্ত তাকে নিয়ে মনে মনে কত কী যে ভাবতাম
দেখতে দেখতে কবে যেন বড়ো হয়ে গেল মেয়ে একটি সবুজ কবিতা হয়ে ধীর পায়ে সে হেঁটে যেত ভীরু বুকে একদিন হঠাৎ তাকে থামিয়ে পথে বললাম তোমায় ভালোবাসি মিষ্টি একটু হাসি ছড়িয়ে চুপটি করে সে চলে গেল
সেই মেয়েটি একদিন ভীষণ একটা ঝড়ের রাতে পাখি হয়ে উড়ে গেল
আমাদের দেশটা অনেক ছোট। কিন্তু জনসংখ্যা অনেক বেশি। এই বিশাল জনশক্তি কাজে লাগানো যাচ্ছে না। ১৯৪৭ সালে দেশভাগ হলো। ১৯৫২ তে হলো ভাষা আন্দোলন। আর ১৯৭১ এ মুক্তিযুদ্ধ।... ...বাকিটুকু পড়ুন