পরনে আজানুলম্বিত চিকন সুতোর শাড়ি, সবুজ জমিনের পরতে পরতে কবিতারা জড়িয়ে আছে বিশুদ্ধ মাদকতা নিয়ে, গোধূলির আলোয় হেঁটে যায় নিজ্ঝুম শস্যক্ষেতের ঘাসপাঁপড়ির আল ধরে, অতিধীর সুরের লয়ে, সুনিপুণ ছন্দে। সে আমার বাঙালি নারী।

তার চুলের অন্ধকারে সাদা ফুল গন্ধ ছড়ায়; যতদূর হেঁটে যায়, স্নিগ্ধ ডুবন্ত আলোয় পেছনে তার ছায়ারা ক্রমশ দীর্ঘ হতে হতে আবছা আঁধারে মিলিয়ে যায়, তবু তার গন্ধরা অম্লান, সতত ভাসমান - সে নারীর গন্ধ আসে অমরাবতীর থেকে, ঘোরময়, অনির্বচনীয়। সে আমার পাঁজরছেঁড়া বাঙালি নারী।

কবিতার মতো স্বপ্নিল ও সুরভিমাখা রমণীর কাছে সমর্পিত আমি – অমল গর্ব ও সুখে। তার হৃদয়-নির্গত হিরণপ্রভায় ডুবে থাকে মম প্রেমবুভুক্ষু মন, পুরোটা জীবন।
ছবি : এ আই জেনারেটেড (সোনাবীজ)
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২৪ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



