তোমার চোখের নীড়ে

সুজানা, তুমি একটুও চোখ বুজো না
আজ আমি হারিয়ে যেতে চাই
সাগরের গভীরে

এ জীবন অনেক দুঃখ দিয়েছে আমাকে
কাল বোশেখির ঝড়
উড়িয়ে নিয়েছে আমার ঘর
এ ঘরহীন পৃথিবীতে
অবশেষে শান্তি পেয়েছি
তোমার দু চোখে
জানি না কী মায়াবী আবেশ ও চোখে
নেশায় ডুবে যাই
দিগন্তের আঁধার অরণ্যে
যেন অজানা দূর পৃথিবী
নিজেকে যেন আজ হারিয়ে ফেলেছি
তোমার দু চোখে
২৬ সেপ্টেম্বর ২০২২
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
ফটোক্রেডিট (১ম লিংক) : খলিল মাহ্মুদ (এ আই জেনারেটেড)
ফটোক্রেডিট (২য় লিংক) : হিন্দি ছায়াছবি 'দেবদাস'-এর স্ন্যাপশট
১ম লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আজ দিনভর তাকিয়ে রইব
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২য় লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আজ দিনভর তাকিয়ে রইব
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
আজ সকালের দিকে এ গানটা শেয়ার করা প্ল্যান ছিল। হঠাৎ মনে হলো, এ-আই জেনারেটেড ছবি দিয়ে আরেকটা ভিডিও বানাই। সেই ছবি বানানো ও ভিডিও মেকিং শেষ হতে হতে রাত হয়ে গেল। কাজেই, কেউ যদি গানটি শোনেন, দয়া করে 'আজ দিনভর' এর জায়গায় 'আজ রাতভর' পড়ে নেবেন
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৪ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




