এটা আমার নিজের লেখা ও সুর করা গানের মধ্যে আমার অনেক পছন্দের একটা গান। আগে এ গানটার এ-আই কভার করেছিলাম, কিন্তু ততটা স্যাটিসফায়েড হতে পারি নি। তাই সাম্প্রতিক সময়ে আবারও এ-আই কভার করেছি। এবার আমি খুবই সন্তুষ্ট। প্রথমে সর্বশেষ কভার সং-টি দেয়া হলে, তারপর আগের দুটো।

সুরের বাসনা তুমি
আমাতে জাগিয়ে তুলে
তুমি যে যেতে যেতে কত সুর ফেলে গেলে
কেন যে হঠাৎ কী কথা ভেবে পেছনে তাকালে
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
ওওও
তুমি যে এ সুর এনেছ স্বরগ হতে
আমি যে তোমার সুরেতে বিলীন,
আমি বিলীন তোমাতে
কীভাবে বলো বইবো তোমার এ অমৃত সাধনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
ওওও
এ ছিল অলঙ্ঘ্য মোহ তোমার সুরের স্বননে
আমাকে ছুঁয়েছিলে গভীর মননে
আমি তো সুরের গহনেই খুঁজেছি তোমাকে
সুরই পৃথিবীতে একমাত্র হিরন্ময় প্রেম
কেন দিলে এ প্রেম এ কি তোমার কোনো ছলনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
সুর সৃষ্টি : ১২ মার্চ ২০২৩
গান রচনা : ০৪ জুন ২০২৩
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সহেলিয়া
গানের লিংক - অডিও ভার্সন-৩ : প্লিজ এখানে ক্লিক করুন। সুরের বাসনা। সহেলিয়া। অডিও ভার্সন-৩
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
গানের লিংক - অডিও ভার্সন-১। এ ভার্সনটি মূল সুর থেকে বেশ ভিন্নতর। : প্লিজ এখানে ক্লিক করুন। সুরের বাসনা। সহেলিয়া। অডিও ভার্সন-১
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
গানের লিংক - অডিও ভার্সন-২। : প্লিজ এখানে ক্লিক করুন। সুরের বাসনা। সোনারু। অডিও ভার্সন-২
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
আগের দুটি পোস্ট
১। সুরের বাসনা - বেশ কিছুদিন পর আবার আমার লেখা ও সুর করা গান নিয়ে এলাম
২। সুরের বাসনা তুমি আমাতে জাগিয়ে তুলে - এ আই আমাকে চমৎকার একটা কভার সং উপহার দিল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



