বানাইল মোরে তরকারি

কদুর মাথা খাইলাম পেটও গো খাইলাম
মাথা খাইলাম গো
ছাল বাটিয়া আবার ভর্তা বানাইলাম
তারপর খোল দিয়া বানাইলাম একতারা
কদুর এত মধু করলো গো জাদু
কদুর এত মধু জাদু করলো গো
দুধ দিয়া বানাইলো দুধ কদু
হায়রে, কদু দিয়া বানাইলো মিষ্টান্ন
সাধের কদু বানাইলো মোরে দুধ কদু
সাধের কদু বানাইলো মোরে মিষ্টান্ন
কদুর এত মধু করলো গো জাদু
কদুর এত মধু জাদু করলো গো
পাক্কা কদু দিয়া আবার খাট্টা বানাইলাম
সাধের কদু বানাইলো মোরে খাট্টা গো
সাধের কদু বানাইলো মোরে খাট্টা ভাই
কদুর মাথা খাইলাম পেটও গো খাইলাম
ছাল বাইট্টা বানাইলাম ভর্তা গো
আবার
খোল দিয়া বানাইলাম একতারা
সাধের কদু বানাইলো মোরে তরকারি
১০ এপ্রিল ২০২০
মূল গান : সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী
মূল গানের সুরকার : রামকানাই দাশ ও বিদিত লাল দাস
মূল গানের গীতিকার : প্রথম ৪ লাইন সিলেট অঞ্চলের প্রচলিত লোকগীতি। বাকি অংশের রচয়িতা কবি গিয়াস উদ্দিন আহমদ ও রাজবেরী চক্রবর্তী
রেন্ডিশন লিরিক ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন। সাধের কদু বানাইলো মোরে তরকারি
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



