প্রেমিকাকৈন
(প্রেমিকার অনুগত)
আমি খুব ভালো ছেলে
ওহো
আমি খুব ভালো ছেলে
সব কথা মেনে চলি
যখন যা বলো
এই
ডানে যদি যেতে বলো ডানেই চলি
নির্ভয়ে ঢুকে পড়ি ভূতের গলি
এই না হলে কি খাঁটি প্রেম হলো?
ওহো
পথে যেতে যেতে আমি মনে মনে বলি
কোনো তরুণীর চোখে যেন না পড়ি
আমিও তাকাই না
আর কোনো মেয়ের দিকে
কারণ
তোমার ছবি আছে আঁকা এই বুকে
এ যুগে কোথায় পাবে বলো?
এতটা তোমার বাধ্যগত
সহজ-সরল
ওহো
যখন যেখানে থাকি ঘুমে জাগরণে
তোমার কথাই শুধু ভাসে এ মনে
ডায়েরিতে তোমার নাম
লিখি রোজ তিনশত বার
কারণ
আমার প্রতি এটা আদেশ তোমার
লিখি যত গান যত কবিতা
তোমার নামে আমি লিখি সবই তা
তোমার আদেশ মতো
সুর সৃষ্টি : ১৮ জানুয়ারি ২০২৪
গান রচনা : ১৩ নভেম্বর ২০২৫
লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আমি খুব ভালো ছেলে - সোনারু
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


