সেই মেঘাসিরিয়াল এর নায়কের ভক্ত ছিলো বেশীরভাগ মেয়েরাই ..
শুধু মেয়েদের কথা বললেও ভুল হবে, ছেলেরাও পছ্ন্দ করতো.....
আমিও নিজেও ছিলাম..... সিরিয়াল শুরু হলে আর কোন কথা নাই সোজা টিভির সামনে
.....শেষদিকে অবশ্য টিভি দেখার প্রতি আমার মোহ ধীরে ধীরে কমে যায় .....আর এখন তো খেলা আর কমেডিয়ান কিছু ছাড়া অন্য কিছু দেখার প্রতি তেমন মোহ নেই........এবার আসা যাক ধানসিড়ি ভাইয়ের কথায়, প্রথম যেদিন প্রাপ্তির বাসায় ধানসিড়ি ভাইকে দেখেছিলাম সেদিনই আমার কাছে ধানসিড়ি ভাইয়ের মাঝে আমি রবিনহুড এর খানিকটা অবয়ব খুজে পাইছি ....তয় একটু খাটো এই আরকি ....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


