..
আসলে তা না... আরো অনেকেই আসবে, তাদের মাঝে কেউ কেউ নতুন মুখ তাই....আর তার সাথে যদি রাগ ইমন এর সঙ্গ পাওয়া যায় মন্দ কি???
যদিও 6.30 এ সময় দেয়া ছিলো তথাপি 7.10 এ গিয়েও কাহারও অস্তিত্ব পাওয়া গেলো না....কিছুন পরে এলেন কৌশিক ভাই ..আর যিনি টাইম দিয়েছেন তিনি আসলেন অনেক পরে...
আপাতত তিনজনই খাওয়ার কাজটা সেরে নিলাম এর মাঝে আসলেন "বাকীবিল্লাহ " অতপর তার জন্যও অর্ডার দেওয়া হলো..
এরই মাঝে কৌশিক ভাইয়ের মোবাইলখানার দিলাম ভাষা পরিবর্তন করে
বেচারা খনিক পরে এসে বলে আমি কল করতে পারছিনা...
খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সবাই মিলে শুরু করে দিলাম আড্ডা...একে একে মাহাবুব মোর্শেদ , ব্রাত্য রাইসু,সাখাওয়াত ভাইসহ আরো অনেকে...
ব্রাত্য রাইসু গুনগুন করে গান গাইলেন আর সেই সাথে রাগ ইমনের রাগটা বাড়িয়ে দিলেন....আর তাই আড্ডার মাঝে রাগ ইমন রাগীয় সঙ্গীতটা দিলো ছেড়ে....
বেশ জমলো আড্ডা ....
ধন্যবাদ রাগ ইমন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


