
???????????????????????
বন্ধু বলতে পারিস পার্থক্য টা মরুর বুকে বৃক্ষ জন্মানো আর মানুষের মন জয় করার মধ্যে, সাগরের বুকে ভেসে বেড়ানো খড় আর আকাশের বুকে উড়ে বেড়ানো মেঘ এর পার্থক্য কি?
তুমি কি কখনো জোস্না রাতে আকাশ পানে চেয়ে দেখেছে, তারা গুলো কত কাছে, চাঁদ তার সমস্ত রুপ যৌবন বিলিয়ে দিয়ে বলতেছে দেখ আমি তোমার কত কাছে ইচ্ছে করলে আমাকে বাহুডোরে নিতে পারিস, আসলে কি তা সত্য?
ইটের পর ইট সাজালে দেয়াল তৈরি হয়না, শব্দের পর শব্দ বসালে বাক্য তৈরি হয় না। দেয়ালে প্রয়োজন মসলা(সিমেন্ট বালি ও পানির মিশ্রন) আর বাক্যে লাগে পিপজিশন(যাহাকে বাক্য তেরির উপাদান বলে)।তেমনি দিনের পর দিন একই চাদের নিচে বসবাস করলে তাদের কে সুখি দম্পত্তি বলা যায় কি? যদি না তাদের মধ্যে সুসম্পর্ক না থাকে।
চুপ করে আসিস কেন, বল না, কি করে বলবি কারন তোমার আর আমার সম্পর্কের মাঝে তো প্রান ছিল না, যে টুকু ছিল তা হলো স্বার্থপরতা। তুমি শুধূ আমাকে তোমার প্রয়োজনে ব্যবহার করেছো, একবারের জন্যও আমার দিক টা দেখ নি, কি আমার চাওয়া, কি আমার পাওয়া?
আমি বৃথা চেষ্টা করেছি মরুর বুকে ফসল ফলানোর, বৃথা চেষ্টা করেছি তোমাকে আমার জীবনের সাথে জড়ানোর, তাই নয় কি?
তোমার প্রয়োজন শেষ তুমি চলে গেলে তোমার আপন মনে, আমি তো তোমাকে ফেরানোর ব্যার্থ চেষ্টা করেছি......... যাবেই যখন চলে তোমারও ছিল মনে তাহলে কেন এসেছ আমার জীবনে সুখের স্বপ্ন দেখাতে, কেন? কেন? কেন????

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




