মাইক্রোসফ্ট শুধু মাত্র মুনাফা এবং মুনাফা এবং মুনাফাই চিন্তা করে। ১০টাকা পণ্যের ১০কোটি টাকা মুনাফা / লাভ করেও তারা সন্তুষ্ট নন। বাজারে যে কোন পণ্য ক্রেতা কিনলে ক্রেতা ঐ পন্যের মালিক হবে এটাই চিরাচরিত প্রাকৃতিক নিয়ম; কিন্তু মাইক্রোসফ্টের কোন পণ্য কেউ কিনলে ক্রেতা তার ক্রয়কৃত পণ্যের মালিক নন (যে কউ মাইক্রোসফ্টের সফ্টওয়্যারের লাইসেন্স চুক্তি পড়ে দেখতে পারেন)। তদুপরি কেউ যদি এই চুক্তি উপেক্ষা করত ব্যবহার করে, তা' হলে সেই ক্রেত হবে "বেআইনী ব্যবহারকারী" অনেকটা "চৌর্যবৃত্তি" সমসাময়িক।
লিনাস টোরভাল্ড্সের জীবনীমুলক একটি বই পড়েই আমি এসব বিষয়ে সচেতন হয়েছি এবং অন্যদেরকেও বিষয়টি উপলব্ধি করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
তথাকথিত "ইন্টেলেক্চুয়াল প্রপার্টি" নাম করে তৃতীয় বিশ্ব এবং অন্যান্য ব্যবহারকারীগণের কাছ থেকে ফি বছর কি পরিমান অর্থ কেড়ে নেয়া হচ্ছে অনুমান করতে পারেন।
উন্নত বিশ্বের সরকার এসকল মুনাফালোভী প্রতিষ্ঠান দিয়েই পরিচালিত।
এ বিষয়ে প্রতিবাদি বহু প্রোগ্রামার ও ব্যক্তিত্ব রয়েছেন। রিচার্ড স্টলম্যান তাদেরই একজন; গুগল এ সার্চ দিয়ে এই ব্যক্তি সন্মন্ধে বিস্তারিত জানতে পারবেন। তিনিই কপিলেফ্ট এর উদ্যোক্তা। বাংলাদেশের সরকার যেন এ বিষয়ে সঠিক ও প্রগতিশীল সিদ্ধান্ত গ্রহন করে দিকে আমাদের সচেতন হওয়া বাঞ্চনীয়।
মাইক্রোসফ্টের এই অন্যায় বিচরনের বহু প্রতিবাদি কন্ঠস্বর ও প্রতিষ্ঠান ও খোদ আমেরিকাতেই রয়েছে। তার একটি সাইট নিচে দেয়া হল:
http://www.aaxnet.com/
চার অক্ষরের ইংরেজী বাজে শব্দটি লিখে সামনে মাইক্রোসফ্ট ইংরেজীতে লিখে গুগলে সার্চ দিন, ফলাফল পড়ে আপনি নিজেই বিচার করতে পারবেন।
আমি নিজেও এমএসডস বা উইন্ডোজ দিয়ে আমার কম্পিউটার জীবন শুরু করিনি।
আমার কম্পিউটার জীবন শুরু হয়েছে IBM ৩৭০ - ১১৭ দিয়ে বুয়েটে। এর পরে টিআরএস ডস, সিপিএম দিয়ে; জাপানে এনইসি ডস ব্যবহার করেছি।
ইনশাল্লাহ আপনাদের মত প্রতিভাবান শক্তি একদিন বাংলায় নিজস্ব ওএস ই বের করবেন না; বাংলা মেশিন ভাষা ব্যবহার, সরাসরি বাংলায় আউটপুট প্রদানে সক্ষম মাইক্রোপ্রসেসরও বানাবেন।
সবার শুভকামনায়;
ধন্যবাদ
ফেরদাউস
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



