স্পেকট্রা গার্মেন্টস যখন ধসে পরছিল তখন Inditex (ZARA) এর মাত্র ৩০০০ পিস এর অর্ডার ছিল সেখানে।। কিন্তু সেই ভয়ংকর অবস্থা কাটাইয়া উটতে তারা স্পেকট্রা কে অনেক অনুদান দিছিলো।। আর আজ তাজরিন এর দুর্দিনে Walmart বাংলাদেশ থেকে অর্ডার বাতিল করে ।।
অথচ গতকাল Lee & Fung নিহত সবার পরিবারকে প্রায় ৯৩০০০ টাকা করে দেবার ঘসনা করে।। কোটি টাকা দিয়েও অই জীবনগুলো আর ফেরানো সম্ভব নয় কিন্তু সেই পরিবারগুলোর আগামী দিনের কিছুটা আর্থিক নিরাপত্তা হয়তো হবে।। তাজরিন গার্মেন্টস এ Lee & Fung এর কোন অর্ডার নাই ।।তাই এই সহাওতা তাদের দাইত্তর মধ্যে পরে না।।
Lee & Fung বাংলাদেশ থেকে প্রচুর গার্মেন্টস প্রোডাক্ট নেয় ।।সেই কারনে আমাদের এত বড় একটা দুর্যোগে তারা তাদের সাহায্যর হাত বাড়াইয়া দিছে।। এবং আমি মনে করি ব্যাপার গুলো আসলে এমনই হওয়া উচিত ।।
টেক্সটাইল সেক্টর এর আরেক জাইয়ান্ত Walmart তা করেনাই ।। কিন্তু এতদিন যারা তাদের বেবসার সঙ্গী হয়ে ছিল তাদের প্রতি একটু সহানুভূতি দেখানোটা Walmart এর মানবিক দায়িত্বর মধ্যে পরে।। কিন্তু আজ সেই মানবিকটা Walmart এর মত একটা বড় প্রতিষ্ঠান এর নাই ।। তারা বেবসার পরিধিতে অনেক বড় হয়ে পারে কিন্তু তাদের মনের পরিধি অনেক ছোট ।। পুরা ফকিরোনী ।।
ফকিরনির পো তোগো মাল বানানো আমাদের দরকার নাই ।। আগে মনুষ্যত্ব শিখ , তারপর বেবশা করতে আসিশ ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



