ঐ যুবক শোন একটি কথা
ছুটে যা ওদিকে জীবন যথা।
স্বপ্নবিলাসী হোসনা তুই যুবক
দেশ যে চায় বাস্তববাদী লোক।
কল্পনার রঙে নিজেকে র রাঙাসনে
জীবন বাস্তবতায় লুকিয়ে যে।
কাকে নিয় স্বপ্ন রাঙাস তুই
কাকে দিস গোলাপ বেলী জুই।
ওরে ওরা ছেড়ে যাবে রে তোকে ছেড়ে
তখন যে কাদবি তুই ওদের কাছে হেরে।
বাস্তবতাকে সঙ্গে পাবি সবসময়
চলে আয় বাস্তবতায় তুই চলে আয়।
জীবন কে সঙ্গে নিয় চল
তুই যুবক তোর আছে তেজ, সাহস, বল।
প্রেম মরীচিকা, ছুটিসনে তার পাছে
তোর হ্দয়ের দাম যে নেই তাদের কাছে।
নিজেকে পোড়াসনে আর প্রেমের আগুনে
দেখবি নারীর কামুক চাহনি তোর ফাগুনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




