দেশ আমাদের সবার।তাই মাঝে মাঝে দেশকে নিয়ে ভাবি যদিও আমার ভাবনার কোন মূল্যায়ন কারও কাছে নাই।কারন আমি কোন বড় নেতা বা কোন বড় মানুষ ও না,দেশের ছাপোষা সাধারন একজন মানুষ। তবে বিশ্বাস করি, দেশের রাজনীতিতে পরিবারতন্ত্র একদিন বিলুপ্ত হবে। হাসিনা বা খালেদার নেতৃত্ব দেশকে ভাল কিছু দেওয়া সম্ভব নয়,তা সাধারন মানুষ মাত্র সবাই স্বীকার করে। দেশে কি নতুন কোন দল,নতুন কোন মুখ আমরা দেখব না? না আজীবন তাদের গোলামী করে যাব। হোক সেটা ইউনুস বা ফখরুদ্দীনের মত লোক। আসলে আমরা সাধারন জনগন ফখরুদ্দীনের মত বলিষ্ট নেতা চাই,যে কিনা পারবে সব বাধা উপেক্ষা করে একটি স্বচ্ছ , সমৃদ্ধ দেশ উপহার দিতে। আমি সেই দিনই ভোট দিব,যে দিন আওয়ামিলীগ বা বিএনপিকে বিলুপ্ত করা সম্ভব।
এরা হল বাংলাদেশের গনতন্ত্রের দুইজন কীট। যারা মুখে মুখে গনতন্ত্রের বুলি আওরায় কিন্তু পরিবার তন্ত্রে বিশ্বাসী। এই দুজনকে হটানো ছাড়া বাংলাদেশের গনতন্ত্র কোন দিনই উদ্ধার সম্ভব নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


