আমার প্রিয় স্বপ্ন গুলোর একটা লিষ্ট বানাবো ভাবছিলাম। স্বপ্ন গুলো সত্যি হবার সময় যাতে দু-একটা বাদ পড়ে গেলে মনে করতে পারি।
আজকাল প্রতিদিনই নতুন কিছু না কিছু হচ্ছে, যার একাংশও যদি ক'দিন আগে ঘটতো তাহলে নি:সন্দেহে জান উড়ে যেতো। খুব শ্রীর্ঘই যে কিছু একটা যে হতে যাচ্ছে তা পরিষ্কার। আমার পাবলিক আপডেট এও আজকাল মামা শ্বশুরেরা সাবস্ক্রাইব করছে। খালা আমার ছবি দেখে মুচকি হাসছে আর একমাত্র সেক্সী শালিটা খুব সুন্দর করে দাদা বলা শিখে গেছে। হ্য়তো একসাথে ফুচকা খাবার দিনও আর বেশি দুরে নয়।
কষ্ট করলে কেষ্ট মেলে - কথা টা যেই বলে থাকুক খুব খাঁটি কথা বলেছে। হয়তো গত ৫টা বছরের না ঘুমিয়ে কাটানো সেই সিমাহীন কষ্টের রাতগুলোর বিনিময়ে আজ আর সুখের ঠেলায় ঘুম আসে না। হয়তো এক স্বপ্ন বারবার দেখলে স্বপ্ন সত্যি হয়। হ্য়তো এভাবেই কষ্টের পরে সুখ আসে। হয়তো আজ পর্যন্ত দেখা সবকটা হ্যাপি-এন্ডিং মার্কা মুভির মতন আমার এন্ডিংটাও অনেক হ্যাপি। হয়তো সব মিথ্যা, শুধু আমি একাই সৌভাগ্যবান। হ্য়তো শুধু তুমি-আমি, বাকি সব মিথ্যা।
সময় যে কিভাবে বাতাসে উড়ে যায়, টেরও পাচ্ছিনা। খুব ফুরফুরে, আমুদে আর সৌখিন ভাবে আলসে হয়ে যাচ্ছি। বসে বসে উপভোগ করছি আমার জন্য তোমার সীমাহীন ভালোবাসা। একটু বেশি বেশিই.....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



