কষ্ট হয় মনে আসলেই,
আজ আমি নেই
হৃদয় জুড়ে তোমার,
স্বপ্নচ্যুত হাজার স্মৃতি
জড়িয়ে আছে সঙ্গী হয়ে আমার।
তুমি বোঝনি বন্ধুত্ব কী,
ভালোবাসা কাকে বলে,
তাই করুণা শুধু তোমাকেই আজীবন নিজে জ্বলে।
সুখের শূন্য হৃদয় বেঁচে থাকা,
তোমার জন্য সেখানে করুনা রাখা।(২)
তুমি বোঝনি বন্ধুত্ব কি,
ভালোবাসা কাকে বলে।
তাই করুণা শুধু তোমাকেই আজীবন নিজে জ্বলে।
কষ্ট হয় মনে আসলেই,
আজ আমি নেই হৃদয় জুড়ে তোমার।
গভীরতা যে হৃদয়ে
একটুও নেই,
কি করে সে মানুষকে ভালোবাসবে,(২)
তুমি বোঝনি বন্ধুত্ব কী,
ভালোবাসা কাকে বলে।
তাই করুণা শুধু তোমাকেই আজীবন নিজে জ্বলে।
গানের কথাঃ মনে নেই।
সুরকারঃ প্রিন্স মাহমুদ।
শিল্পিঃ হাসান আবিদুর রেজা জুয়েল।
এলবামঃ দাগ থেকে যায়।
http://www.youtube.com/watch?v=ikfpCEqtQW
http://www.youtube.com/watch?v=Tjpx_3UrUm
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




