এক বন্ধুর বাসা প্রসিদ্ধ এক তাঁত নগরীতে হওয়ায় তার উপর মাঝে মধ্যেই দায়িত্ব পরে গজ হিসেবে তাঁতের কাপড় কিনে এনে দেয়ার। কদিন আগে খুব শখ হলো কচি কলা পাতা রং এর একটা জামা বানানোর। বন্ধুটিকে যথারীতি অর্ডার দিলাম যেন আমাকে কচিকলাপাতা রং এর ক'গজ তাঁতের কাপড় এনে দেয়।
তারপর থেকেই আমি বিভিন্ন প্রশ্নবানে জর্জরিত, অতিস্ট, ত্যাক্ত বিরক্ত। কচি কলা পাতার রং কেমন? আচ্ছা সাগর কলা নাকি সব্রি কলা , নাকি তরকারি খাওয়া কাঁচ কলা? গাছ টা কি বুড়া গাছ নাকি কেবল বড় হয়ে উঠছে এরকম তরুনী গাছ? গাছ টা যদি ঝড়ে ভাঙ্গা হয় তাহলে কি চলবে?
আচ্ছা গাছে কি কলা ধরে থাকবে না কি কলার মোচা ধরে থাকবে?
শেষে আমি হাত জোড় করে ক্ষমা চাইলাম এবং বললাম , ভাই দরকার নেই , আমার কচিকলাপাতা রং এর কাপড় এর।
কচি কলাপাতা রঙের জামা পরার সাধ চিরতরে মিটে গেছ
গত শুক্রবার কাঁচা বাজারে গিয়ে কলা দেখে খুব লোভ হলো কেনার। পাশা পাশি দু'জন কলাওয়ালা বসে আছেন। একজনের কলাগুলো বেশ হৃষ্টপুষ্ট একদম বাংলাদেশী হিরোইনদের আকৃতির । আরেক জনের কলা গুলো বেশ স্লীম অনেকটা ইন্ডিয়ান নায়িকাদের মত । তো আমি ভাবলাম টাকা দিয়েই যদি কিন্তেই হয় তো দেশী নায়িকা সদৃশ্য কলা কেনাটাই ভালো এবং বুদ্ধিমানের কাজ। তাছাড়া আমি দেশী পন্য কিনে ধন্য হতেই বেশী আগ্রহী। কলা কেনার ডিসিশান নিতে-নিতেই দেখি দু কলাওয়ালার চরম ঝগড়া লেগে গেছে ! স্লীম কলাওয়ালা বলছে হৃষ্টপুষ্ট কলা গুলো না কি হাইব্রিড কলা ! অন্যদিকে হৃষ্টপুষ্ট কলাওয়ালা মুখ খারাপ করে স্লীম কলাওয়ালা কে বলছে, " ঐ --- পো তুই যেদিন মোটা কলা বেচস সেদিন সেটা দেশী স্বাস্হ্যবান কলা হয় আর আমি বেচলেই হাইব্রীড "
শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে কলা না কিনেই কলাবাজার ত্যাগ করি
কলা না কিনতে পারার দুঃখ ভুলতে তাই একটা ব্যানানা চিপস কিনে সেটা চিবোতে চিবোতে বাসায় ফিরি!!!
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




