ও পরবাসি মেঘ কোথাও যাও এত ব্যস্ত ভঙ্গিতে ?
তোমার দেশ কোথায় ?
কোথায় তোমার বসবাস ?
আমায় নিয়ে যাবে একদিন তোমার সাথে ?
এ পোড়ার দেশে আর মন বসেনা
এখানে গভীর অবুঝ সবুজ নেই
কচুপাতায় বৃষ্টির টলটলে জল নেই
ধুতরা ফুলের শুভ্রতা নেই
বুণো ফুলের ঘ্রাণ নেই
মেঠোপথ দিয়ে এলোমেলো হেঁটে হারিয়ে যাওয়া নেই
ভোরের বাতাসে দ্রুত উড়ে যাওয়া টিয়ার ঝাঁক নেই
একলা থাকার দুপুরে ঘুঘুর ডাক নেই
ঝুপ করে নেমে আসা সন্ধ্যেয় জোনাকির ওড়াওড়ি নেই
এখনে মায়ের আঁচলের তেল ঝোলের ভ্যাপসা মায়ামায় গন্ধ নেই
এখানে কেউ বলেনা 'অন্তু রাস্তা পার হবি দেখেশুনে।'
এখানে কেউ বলেনা 'অন্তু ঘুমের আগে ফ্যানের স্পীড কমিয়ে দিস।'
না এমন শাষন করেনা কেউ কত দিন
পরবাসি মেঘ নিয়ে যাবে তোমার সঙ্গে আমায় ?
বিশেষ কৃতজ্ঞতা ব্লগার মাইনুল ইসলাম (ত্রাতুল) কে! উনার ব্লগের একটা কবিতার পরবাসি মেঘ শব্দটায় অনুপ্রানিত হয়ে লাইনগুলো লিখে ফেলি।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১২ রাত ১১:৪২