প্রিয় বাউন্ডুলে,
কত দিন তোকে লিখিনা।
খুব যে ব্যস্ত থাকি তা নয়,কিন্তু বসা হয়ে ওঠেনা! আজ আমার মনটা ভাল। আবার খারাপ ও। অনেকটা বৃষ্টির মধ্যে রোদ ওঠার মত। ছোট বেলায় রোদ বৃষ্টি একসাথে হলে খুব মজা করে বলতাম রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে,
খেকশিয়ালের বিয়ে হচ্ছে। ছোটবেলার সেই দিন কোথায় হারালো। বিকেলের কাঁচাহলুদ আলোয় তোর পাঠান চায়ে চুমুক দিতে দিতে তোকে লিখছি। আচ্ছা যা বলছিলাম আজ আমার মন
ভালো কারন তিনটা গান অনেক দিন থেকে খুঁজছিলাম আজ হটাত্ করেই
তিনটে গানই পেয়ে গেলাম। আর মন খারাপ না থাক মন খারাপের
অনুভূতিটা আমারই থাক।
কাল তোকে লিখতে লিখতেই অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেলাম তাই
চিঠিটা শেষ করতে পারিনি। আজ আবার লিখতে বসলাম। এখন ঘড়ীতে কটা বাজে খেয়াল করিনি, তবে শরত্ এর আকাশে সাদা টুকরো টুকরো মেঘ আর ঝকঝকে রোদে ভরে আছে চারপাশ। আমি এখন যেখানে বসে আছি সেখানে লোকজনের প্রচন্ড ভীড়। ভীড় এড়াতেই তোকে লিখতে বসা! কানে হেড ফোনে তোর দেয়া গানটা বেজে চলেছে।
"গহন কুসুম কুঞ্জ
মাঝে, মূদুল মধুর
বংশী বাজে।"
জানিস বাউন্ডুলে কদিন থেকেই মনের মধ্যে একটা অদ্ভুত্ ইচ্ছে বাসা বেঁধেছে। ইচ্ছে করছে এই শহর ছেড়ে দূরে কোথাও অনেক দূরে খালি পায়ে হেঁটে চলে যাই, কিংবা একটা ট্রেনে চড়ে বসি, কোন টিকিট কাটব না। গন্তব্য ও নির্দিষ্ট থাকবে না। ট্রেনটা যেখানে গিয়ে থেমে যাবে সেখানেই নেমে পড়ব। তারপর সেখানে সারাদিন ঘুরে বেড়াব এলোমেলো।
নাহ তোকে যেখানটায় বসে লিখছি সেখানে এত ভীড় অথচ ভীড় টাকে এড়ানোও যাচ্ছেনা। আমি এখানে বসে থাকতে বাধ্য হচ্ছি। এখানে হরেক
রকমের গন্ধের পসরা। ঘামের গন্ধ, পাউডারের গন্ধ, আঁতরের গন্ধ, বডিস্প্রে আর পারফিউমের গন্ধ মিলেমিশে একটা অদ্ভুত্ গন্ধে রুপ নিয়েছে। এ যেন গন্ধের ককটেল কিংবা গন্ধের রিমিক্স।
আজ রাখি আবার অন্য কোন দিন লিখব। ভাল থাকিস নিরন্তর!
------তোর অন্তু।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১২ সকাল ৯:০৫